খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার ফুলছড়িতে রিদিশা গ্রুপের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) সকালে ফুলছড়ি উপজেলা প্রেসকাবের সামনে থেকে উদাখালী ও উড়িয়া ইউনিয়নের অসহায় শীতার্ত ২৫০টি পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় কোহিনূর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেডের রিজিওনাল ম্যানেজার আব্দুল আলিম, পরিবেশক শাহ আলম যাদু, ফুলছড়ি উপজেলা প্রেস কাবের সভাপতি আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, কালিরবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তারসহ স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন।
আয়োজনকরা জানান, শীত মৌসুমে দুঃস্থ-অসহায় মানুষের কিছুটা কষ্ট লাঘবে এ উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতেও সমাজের দুঃস্থ-অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.