খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কারিগরি কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ। একই সঙ্গে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আলহাজ্ব ইব্রাহিম আকন্দ সেলিম।
শিক্ষার মান উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সুশৃঙ্খলভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেয়া হয়। উপজেলা পর্যায়ের বাছাই কমিটি নির্ধারিত মানদন্ডের ভিত্তিতে তাকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচন করে।
এছাড়াও একই প্রতিযোগিতায় কারিগরি কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজ। অধ্যক্ষ আলহাজ্ব ইব্রাহিম আকন্দ সেলিমের দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি কারিগরি শিক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ সাফল্যে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে এবং অধ্যক্ষসহ প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানানো হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.