খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দেশীয় অস্ত্র জব্দসহ মিলন মিয়া (৪৪) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ দুরুল হোদা এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত মিলন মিয়া উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও দণি রসুলপুর গ্রামের মৃত মেছের উদ্দিন সরকারের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা মিলন মিয়ার নিজ বসতবাড়িতে অভিযান তাকে আটক করা হয়। তার হেফাজত থেকে ৪টি রাম দা, একটি চাইনিজ কুড়াল ও একটি বড় ছুরি জব্দ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা, ভয়ভীতি ও নাশকতা ঠেকাতে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যৌথবাহিনী নিয়মিত তল্লাশি ও অভিযান পরিচালনা করছে।
ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ দুরুল হোদা বিষয়টি নিশ্চিত করে জানান, যৌথ অভিযানে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলো ইতোমধ্যে জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত মিলন মিয়াকে সেনাবাহিনীর একটি টিম থানায় হস্তান্তর করে বলে তিনি জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.