খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), গাইবান্ধার উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় গাইবান্ধা সদর থানাধীন রামচন্দ্রপুর এ.আর. বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।
অনুষ্ঠানে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন পুনাক গাইবান্ধার সভানেত্রী ইসরাত জাহান বীথি। শীতের তীব্রতা থেকে অসহায় মানুষদের কিছুটা স্বস্তি দিতে পুনাক এ মানবিক উদ্যোগ গ্রহণ করে।
এ সময় পুনাক সভানেত্রী ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পুনাক গাইবান্ধার সাধারণ সম্পাদিকা কাজরিমা আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব পিপিএম সেবা, গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্স সদস্যরা।