কামরুল হাসান জুয়েল পীরগঞ্জ,রংপুরঃ
রংপুরের পীরগঞ্জে চব্বিশের জুলাই আন্দোলনের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার সময় তিনি সড়কপথে একটি বুলেটপ্রুফ বাসে পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে পৌঁছান। কবর জিয়ারত শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদেরকে সবরকমের সহায়তার আশ্বাস দেন। এসময় তাঁর সাথে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা: এজেডএম জাহিদ হোসেন, রংপুর-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল ইসলাম, সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মন্ডলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীবৃন্দ।
Leave a Reply
You must be logged in to post a comment.