খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৩ নং ওয়ার্ড উদয়সাগর গ্রামের (আমলীরতল) ব্যবসায়ী পরিচিত নম্র-ভদ্র সদাহাস্য পরিচিত মুখ আশরাফুল ইসলাম মিন্টু (৫০) করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ওই গ্রামের মরহুম লাল মিয়া ড্রাইভারের ছেলে। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, স্ত্রী, ৩ মেয়ে, ১ ভাই, ২ বোন ও পরিবারের অন্যান্য সদস্য, পাড়া-প্রতিবেশি, আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও ঘনিষ্ঠজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ আসর তেঁতুলতলা মাদ্রাসা চত্বরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.