খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উন্নয়ন ফোরামের স্বতঃস্ফুর্ত উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জনসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়েছে।
পলাশবাড়ী উন্নয়ন ফোরাম সভাপতি প্রফেসর ডা.মো. শাহীদুর রহমান চৌধুরী গোলাপ এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের দুরদর্শি তত্ত্বাবধানে পলাশবাড়ী পৌরশহরের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ স্থান সমূহে এসব জনসচেতনতামূলক বিলবোর্ড স্থাপন করা হয়।
সার্বিক সচেতনতার লক্ষ্যে মাদককে না বলুন, বাল্যবিবাহ রোধ করুণ, যৌন হয়রানীর বিরুদ্ধে সোচ্চার হউন, প্রতিবন্ধিদের রাস্তা চলাচলে সহায়তা করুণ, লাইসেন্স বিহীন হাসপাতাল বা কিনিক বন্ধ করুণ, নির্ধারিত স্থান ছাড়া যেখানে সেখানে রিক্সা-ভ্যান অটো, ইজিবাইক, সিএনজি নিয়ে অবস্থান করবেন না, চাঁদাবাজ-সন্ত্রাস ও মাদকসহ অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলুন। হাসপাতালে সঠিক-সুষ্ঠু এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করুন, সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে শিক্ষার প্রকৃত মানোন্নয়নে শিক্ষক- শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করুণ, হাসপাতাল চত্বর পরিস্কার-পরিচ্ছন্ন রাখুন, ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রে হয়রানি বন্ধ করুণ এবং কোচিং বাণিজ্যের বিরুদ্ধে সোচ্চার হউন, পরিবেশ রক্ষায় ইটভাটা গুলোতে কাঠ পোড়ানো বন্ধ করুণ। সর্বোপরি উন্মুক্ত পরিবেশে যত্রতত্র ধুমপান থেকে বিরত থাকুন।