খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করলেন স্থানীয় সরকার উপপরিচালক (উপসচিব) মো. মুশফিকুর রহমান।
সোমবার(১২ জানুয়ারি) দুপুরে অত্র পরিষদের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা ও চলমান উন্নয়ন কর্মকান্ড সমূহের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। এসময় ইউনিয়ন পরিষদের অধীনে অন্যান্য সামাজিক কার্যক্রম সমূহের বিষয়ে বিভিন্ন দিক-নিদের্শনা প্রদান করেন।
এসময় ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, ইউপি প্রশাসনিক কর্মকর্তা রাশেদ মিয়া, হিসাব সহকারি কাম-কম্পিউটার অপারেটর মাহেদুল ইসলাম, ইউপি সদস্য নুরুন্নবী সরকার, পল্লব মিয়া, মোনোয়ারুল ইসলাম, নুরে আলম সিদ্দিক, সাহারুল ইসলাম, আনোয়ারা বেগম, জামেলা বেগম, মাহমুদা খাতুন, গ্রাম পুলিশ, ইউপি চেয়ারম্যান প্রতিনিধি হেলাল মিয়া ছাড়াও দায়িত্বশীল সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এরআগে উপজেলার মহদীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বিপরীতে বিভিন্ন কার্যক্রমের অনুরূপ পরিদর্শন শেষে তিনি উপজেলা পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.