খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মঈনুল হাসান সাদিক বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে সকল প্রেণি-পেশার মানুষের উন্নয়ন হবে। কৃষক পরিবারের নামে কৃষি কার্ড দেয়ার পাশাপাশি প্রত্যেক পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধায় পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা বাজারে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. সাদিক আরো বলেন, ১৭ বছর দেশে ভোট হয়নি। ২০১৮ সালে নিশি রাতের ভোট আর ২০২৪ সালের ডামি ভোটে মানুষ ভোট দিতে পারেনি। এবার নির্বাচনে সবাইকে ভোট দিতে হবে। ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।
এসময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালেব সরকার বকুল, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান নিক্সন, জেলা ছাত্রদলের সাংগঠনিক রবিউল ইসলাম লিয়াকতসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটির সঞ্চালনায় ছিলেন মহদীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিমুল মিয়া। অনুষ্ঠান শেষে এক মিছিল ঢোলভাঙ্গা শহর প্রদক্ষিণ করে।
Leave a Reply
You must be logged in to post a comment.