খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা প্রবীণ কমিউনিস্ট নেতা বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সাবেক সহ-সভাপতি কমরেড হাজী একরাম হোসেন বাদল-এঁর স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কমিউনিস্ট পাটির আয়োজনে ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির আহবানে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে স্থানীয় শহীদ মিনার চত্বরে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কমিউনিস্ট পাটি (সিপিবি) পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি ও গাইবান্ধা-৩ আসনে সিপিবি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আদিল নান্নু’র সভাপতিত্বে সভায় মরহুমের জীবদ্দশায় বিভিন্ন দিকের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড আমিনুল ইসলাম ফরিদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় সদস্য তাজুল ইসলাম, বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধার সমন্বয়ক কাজী আবু রাহেন শফিউল্লাহ খোকন, ওয়ার্কার্স পাটি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান এমএ মতিন মোল্লা, পলাশবাড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি আলিউল ইসলাম বাদল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ও সিপিপি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল মামুন মোবারক প্রমুখ। এসময় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ছাড়াও বাম গণতান্ত্রিক দলীয় জোটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা কমরেড একরাম হোসেন বাদল-এঁর স্মরণ সভায় তাঁর জীবন-সংগ্রাম ও তৃণমুল থেকে কেন্দ্রীয় রাজনৈতিক অঙ্গনে ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। শেষে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দো’আ ও মোনাজাত করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.