খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে বছরের প্রথমদিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে পৌরশহরের পলাশবাড়ী সুতি মাহমুদ মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে তাদের হাতে বিনামূল্যের সরকারি পাঠ্যবই তুলে দেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল বারী সরকারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এদিকে; পলাশবাড়ী পিয়ারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষক শাহ্ মুহাম্মদ মাহাবুবুল আলমসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ এবং ইউনিক কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের শিক্ষার্থীদের হাতের নতুন বছরের বই তুলে দেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুশীল চন্দ্র সরকারসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
এছাড়াও পলাশবাড়ী সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা, পলাশবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও পলাশবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়াসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.