খবরবাড়ি ডেস্কঃ “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয় বরং একটি গুরুত্বপূর্ণ সম্পদ” এই প্রতিপাদ্যকে বিষয় নিয়ে প্রতিবন্ধীদের মানসিক উৎকর্ষতা সাধন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পলাশবাড়ী প্রতিবন্ধী সেবা সংস্থা ‘প্রসেস’-এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) পৌরশহরের পলাশবাড়ী এস.এম.বি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিবন্ধী সেবা সংস্থা প্রসেস-এর প্রতিষ্ঠাতা পরিচালক জাকারিয়া মাসুদ জলিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপকত ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। শেষে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান রিপন এবং বিশিষ্ট সমাজসেবক বাদশা আলম।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রতিবন্ধীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি। যথাযথ শিক্ষা, প্রশিক্ষণ ও সহায়তা পেলে প্রতিবন্ধীরাও সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগ আরো জোরদার করার আহ্বান জানান তারা। অনুষ্ঠান প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
Leave a Reply
You must be logged in to post a comment.