খবরবাড়ি ডেস্কঃ ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে বুধবার (১৪ জানুয়ারি-২৬) অত্র অফিসের হলরুমে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. হারুন অর রশীদ-এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুস সালাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) জান্নাতুল মাওয়াসহ প্রাণিসম্পদ দপ্তরের সংশ্লিষ্টরা ছাড়াও উপজেলার বিভিন্ন খামারী ও উদ্যোক্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ভেটেরিনারী সার্জন ডা. হেমায়েত রহমান। শেষে অতিথিবৃন্দ বিভিন্ন খামারী ও উদ্যোক্তাদের হাতে ক্রেষ্ট এবং সনদ তুলে দেন।
অপরদিকে; প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় পিজিভুক্ত খামারীদের মাঝে উপকরণ বিতরণ করেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
Leave a Reply
You must be logged in to post a comment.