খবরবাড়ি ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে বিশেষ প্রচারের জন্য ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ এখন গাইবান্ধা জেলা শহরে। বুধবার (৭ জানুয়ারি) সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার ক্যারাভান বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটি জেলা শহরের বাসস্ট্যান্ডে প্রায় দুই ঘন্টাব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘দেশের চাবি আপনার হাতে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় এ কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানের শুরুতে ফেষ্টিভ ইলেকশন ক্যাম্পেইনের ফেষ্টুন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
এসময় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার, জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ আবির ছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সাধারণ জনগণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।