বুলবুল হোসেন ,তারাগঞ্জ,রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে (১৮ জানুয়ারি ২০২৬) রবিবার বিকাল ৪টায় আলমপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে একটি মিহিলা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-২ আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। সমাবেশে নারী নেতৃত্ব, ক্ষমতায়ন ও সামাজিক অগ্রগতির ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রাধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নারীরা পরিবার ও সমাজের অঙ্গ হিসেবে সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।” এটিএম আজহারুল ইসলাম অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে আরও বলেন, “নারীরাই সমাজ গঠনের মূল চালিকা শক্তি। নারীরা যদি সচেতন ও শক্তিশালী হয়, তবে সমাজ এবং দেশ দুটোই এগিয়ে যাবে।” তিনি গনভোটের বিষয়েও অবহিত করেন।
মহিলা সমাবেশে স্থানীয় নারী সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। তারা সমাবেশের মাধ্যমে নিজেদের ভাবনা ও অভিজ্ঞতা ভাগাভাগি করেন এবং নারীর ক্ষমতায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এসময় এটিএম আজহারুল ইসলাম সামাজিক উন্নয়ন, শিক্ষা ও নারীর অধিকার নিশ্চিত করার বিষয়ে তার পরিকল্পনা তুলে ধরেন এবং নারী নেতৃত্বের শক্তিশালীকরণের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।সমাবেশটি নারী সমাজের সক্রিয় অংশগ্রহণে এক উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়ায়।
তাঁর সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলার আমির এসএম আলমগীর হোসেন,প্রভাষক আমিনুল ইসলাম,জিকরুল ইসলাম জাহেরি,কাজি ছামছুল হুদা, মোঃ আবু হানিফ সহ আরও অনেক নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি মোঃ আক্কাস আলী।
Leave a Reply
You must be logged in to post a comment.