খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার পলাশবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসের শুভ উদ্বোধন ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৪ জানুয়ারি রবিবার ঘোড়াঘাট রোডের আমবাগান এলাকায় অবস্থিত নতুন ক্যাম্পাসে দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।
নতুন ক্যাম্পাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ২০২৩, ২০২৪ ও ২০২৫ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা। এ উপলক্ষে সকাল থেকেই তীব্র শীত ও কুয়াশা উপেক্ষা করে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সাবেক শিক্ষার্থীরা।
পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বিদ্যালয়ের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভ উদ্বোধনী বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক মতিয়ার রহমান লাভলু। তিনি বলেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তুলে হোপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এ অঞ্চলের একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তার গৌরবময় অবস্থান বজায় রাখবে।
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত সবার মাঝে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি করে।
অনুষ্ঠানের শেষ পর্বে বার্ষিক পরীক্ষার ফলাফল
আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ শিক্ষার্থীদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা আগামী দিনগুলোতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষা জীবনে আরও এগিয়ে যাবে।