খবরবাড়ি ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধায় গণমাধ্যমকর্মীদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল মামুন, জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম।
আলোচনা সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেয়।
সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচন একটি নিরপেক্ষ এবং গ্রহনযোগ্য নির্বাচনের লক্ষ্যে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছেন।
তারা সাংবাদিকদের জন্য এবারের নির্বাচনে কিছু নতুন নিয়ম কানুন রয়েছে এবং যারা পেশাগত সাংবাদিক তাদের অনলাইনের মাধ্যমে যাচাই বাছাই করে নির্বাচনের পাস কার্ড দেওয়া হবে এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য পদক্ষেপ নিবেন বলে জানানো হয়।
এরই লক্ষ্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে সকল সাংবাদিকদের নিরপেক্ষ সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা শেষে জেলার গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্রের সংখ্যা প্রকাশ করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.