খবরবাড়ি ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার উদ্যোগে পৌরশহরের চিহিৃত বিভিন্ন গুরুত্বপূর্ণ পৃথক ২০টি স্থানে ফেস্টুন ও ড্রপডাউন নির্দেশনামূলক ব্যানার স্থাপন করা হয়েছে।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা যায়, চিহিৃত গুরুত্বপূর্ণ স্থান সমূহের মধ্যে শহরের চারমাথা সাব-রেজিস্ট্রি অফিস চত্বর, পাবলিক টয়লেট ও রংপুর গামী বাসস্ট্যান্ড, রাব্বির মোড়, হারুন মার্কেট, জনতা ব্যাংক, কালীবাড়ী বাজার গুড়হাটি, কলাহাটি, কালীবাড়ী বাজার রোড তিনমাথা সংলগ্ন, চারমাথা রোড হাইওয়ে সংলগ্ন, উপজেলা পরিষদ ধন্যবাদ গেইট সংলগ্ন, উপজেলা প্রশাসন মূল গেইট সংলগ্ন, কেন্দ্রীয় ঈদগাহ মাঠ (কাশিয়াবাড়ী রোডে), হোপ পাবলিক স্কুল সংলগ্ন, সরকারী কলেজ গেইট সংলগ্ন, চারমাথা ঢাকাগামী কোচ বাসস্ট্যান্ড, শিল্পী হোটেল চত্বরে, পৌরসভা কার্যালয় (অস্থায়ী) ভবন ও মসজিদ সংলগ্ন এবং পলাশবাড়ী-গাইবান্ধা হাইওয়ে তিনমাথা মোড় সংলগ্ন স্থানে এসব ফেস্টুন ও ড্রপডাউন নির্দেশনামূলক ব্যানার স্থাপন সম্পন্ন করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.