খবরবাড়ি ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে জনসম্পৃৃদ্ধিতে গাইবান্ধা জেলা তথ্য অফিস কর্তৃক উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এ সকলকে ভোটে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেন। নির্বাচনে নাগরিক এর দায়িত্ব ও কর্তব্য, গণভোট এ করনীয়, প্রবাসীদের নির্বাচনে অংশ, গুজব ও সহিংসতা প্রতিরোধ, নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের প্রয়োজনীয়তা এবং গণভোট উপস্থাপিত বিষয়সমূহ বিস্তারিত তুলে ধরা হয়। যাহা হচ্ছে ‘আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?’ (হ্যাঁ/না)
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে।
আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকরে সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে।
সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পীকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে।
জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হইবে।