বুলবুল হোসেন,তারাগঞ্জ,রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় আলমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ রেজাউল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তারাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রেজাউল ইসলাম রুবেল ১ং আলমপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভীমপুর গ্রামের বাসিন্দা। তিনি মো.ওমর আলীর ছেলে।
তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, মোঃ রেজাউল ইসলাম রুবেলের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।