বুলবুল হোসেন,তারাগঞ্জ,রংপুরঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের চাকলা হিন্দু পল্লীতে বাংলাদেশ জামায়াতে ইসলামির উপজেলা শাখার উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় স্থানীয় চাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ বৈঠকে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ প্রায় দুই শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের আমির এস. এম. আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন, শাহ রুস্তম আলী, ইয়াকুব আলী ও প্রভাষক আমিনুল ইসলাম সহ আরও অনেকে।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের পক্ষে হৃদয় চন্দ্র, দেবেন্দ্র নাথ, শ্যামিল চন্দ্র ও নারায়ণ চন্দ্র নিজ নিজ মতামত তুলে ধরে বক্তব্য দেন।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেন, আমরা সবাই মানুষ, আমাদের পরিচয় এক। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই।দীর্ঘদিন ধরে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বিভাজন সৃষ্টি করে পতিত আওয়ামী লীগ সরকার রাজনীতি করেছে, যা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় ঐক্যের পরিপন্থী।
তিনি আরো বলেন,একই দেশের নাগরিক হিসেবে বাংলাদেশের সব মানুষের অধিকার সমান।অতীতে সংখ্যালঘু ট্যাগ ব্যবহার করে আওয়ামী লীগ সরকার সনাতন ধর্মাবলম্বীদের কাছ থেকে রাজনৈতিক সুবিধা আদায় করেছে।আমরা বিভাজনের সেই রাজনীতি চাই না।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় বিশ্বাসী। এ লক্ষ্য অর্জনে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
Leave a Reply
You must be logged in to post a comment.