খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মঞ্জুরুল হক প্রধান সেলিম ইন্তেকাল করেছেন। তিনি গত সোমবার (২৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
মরহুম মঞ্জুরুল হক সেলিম স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, তিন ভাই, এক বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বাদ যোহর গোবিন্দগঞ্জ উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বিকেলে বাদ আছর উপজেলার শিবপুর ইউনিয়নের পাড়াকচুয়া গ্রামে মরহুমের পৈত্রিক বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মঞ্জুরুল হক সেলিম পাড়াকচুয়া গ্রামের মৃত তোফাজ্জল হক প্রধানের জ্যেষ্ঠ পুত্র। তিনি দীর্ঘদিন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেন। পাশাপাশি স্থানীয় সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে তিনি গোবিন্দগঞ্জ প্রেসক্লাব প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তার মৃত্যুতে গোবিন্দগঞ্জে শিক্ষা ও সাংবাদিকতা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.