খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার উপজেলা পর্যায়ে আনসার ও গ্রাম প্রতিরা বাহিনী (ভিডিপি)-এর বিভিন্ন পদবীর ভাতাভোগী সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিবার্হী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ভিডিপি কর্মকতা শাহীনুর ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট আবু সোলায়মান বিভিএমএস। এসময় উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষিকা কুদ্দুস ইয়াফীসহ আনসার বিভিন্ন ইউনিয়ন পৌরসভা থেকে আগত আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত থেকে তাদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা-সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগকালীন সময়ে আনসার ও ভিডিপি সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদস্যদের দক্ষতা বৃদ্ধি, সময়মতো ভাতা প্রদান ও কল্যাণমূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আনসার ও ভিডিপি জেলা কমান্ড্যান্ট তার বক্তব্যে বলেন, সরকার আনসার ও ভিডিপি বাহিনীকে একটি সুসংগঠিত ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। সদস্যদের যৌক্তিক সমস্যা ও প্রস্তাবনা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা হবে বলে তিনি আশ্বাস দেন। সভা শেষে উপস্থিত সদস্যদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।