খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ কেজি গাঁজাসহ মমিন মিয়া (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কোচাশহর ইউনিয়নের সিংগা রতনপুর এলাকা থেকে মমিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মমিন এলাকার মাহাবুর রহমান মন্ডলের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোস্তফা জামানের নেতৃত্বে উপজেলার কোচাশহর ইউনিয়নের সিংগা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই সময় মমিন মিয়াকে আটক করে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে শয়ন কক্ষে চৌকির নিচে প্লাস্টিকের বস্তার ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে মমিন মিয়ার হেফাজতে থাকা গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মমিনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.