খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ-সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬৮টি বৈধ বেসরকারি আগ্নেয় অস্ত্রসহ ৪২০ রাউন্ড কার্তুজ জমা নেওয়া হয়েছে।
গত ১১ দিনসহ শনিবার (৩১ জানুয়ারি) পর্যন্ত বেসরকারি অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোবিন্দগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এসব আগ্নেয় অস্ত্রগুলোসহ কার্তুজ জমা নেন।
তিনি জানান, এ উপজেলায় মোট একশটি বেসরকারি বৈধ আগ্নেয় অস্ত্র রয়েছে। এর মধ্যে ৪২০ রাউন্ড কার্তুজসহ পুলিশ হেফাজতে জমা পাওয়া গেছে ৬৮টি। তার মধ্যে রয়েছে একনালা বন্দুক ৫৩টি, দোনালা বন্দুক ৫টি, পিস্তুল ৪টি, রিভলভার ১টি, রাইফেল ১টি ও শর্টগান ৪টি।
ত্রয়োদশ সংসদ নির্বাচন আরোও শান্তিপূর্ণ করতে গত ১৮ জানুয়ারি সংশ্লিষ্ট থানায় বেসরকারি আগ্নেয় অস্ত্র জমা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয় এক প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে ৩১ জানুয়ারির মধ্যে বৈধ বেসরকারি আগ্নেয়াস্ত্র নিকটস্থ থানা হেফাজতে জমা দেওয়ার জন্য বলা হয়। সেই হিসেবে ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ১১ দিনে এই অস্ত্রগুলো পুলিশের নিকট জমা হয়। এছাড়াও উপজেলায় বিভিন্ন ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ২০টি আগ্নেয় অস্ত্র।
সূত্র মতে, অস্ত্র জমা দেওয়ার শেষ দিন শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানের ২০টি অস্ত্রসহ মোট ৮৮টি আগ্নেয় অস্ত্রের তথ্য পাওয়া গেলেও অবশিষ্ট ১২টি অস্ত্র থানায় জমা হয়নি। তবে অন্যান্য থানাতেও জমা দেওয়ার নিয়ম রয়েছে। তাছাড়া রাত ১২টা পর্যন্ত অস্ত্র জমা দেওয়ার সময় রয়েছে।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, আশাকরি নির্দিষ্ট সময়ের মধ্যে অবশিষ্ট ১২টি অস্ত্র জমা হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.