খবরবাড়ি ডেস্কঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামীম কায়সার লিংকনের সমর্থনে গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এ কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ। প্রধান বক্তা ছিলেন গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল খন্দকার খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হক মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোয়েব হক্কানী, যুগ্ম আহ্বায়ক তারেকুজ্জামান তারেক ও রবিউল ইসলাম সবুজ।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ শাহ আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব রানু মন্ডল বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাসানুল ইসলাম রিপন, জুয়েল সরকার, মুক্তার সরকার, মতিউর রহমান মিলনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
কর্মীসভায় বক্তারা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.