খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানের ছাদ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম সুশান্ত কুমার দাস (প্রায় ৩৫)। তিনি উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের বামনকুড়ি গ্রামের বাসিন্দা প্রয়াত ধীরেন্দ্র দাসের ছেলে।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে অর্থনৈতিক চাপের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। ৭ জানুয়ারি বুধবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ থানাধীন ঝিলপাড়ায় মতিঝিল নামিয় মার্কেট ভবনের ছাদের সিড়ির রুমে তাকে ঝুলন্ত অবস্থায় অবস্থায় দেখতে পান স্থানীয় দুই ব্যক্তি। আশপাশের লোকজনের সহায়তায় তাকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পরিবারের সদস্যরা থানায় উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। নিহতের স্ত্রী অনামিকা দাস থানায় দেওয়া আবেদনে জানান, এই ঘটনায় কারও বিরুদ্ধে অভিযোগ বা সন্দেহ নেই।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
নিহতের অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।