খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিশেষ প্রার্থনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় পৌরসভার পুরাতন বন্দর এলাকায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন। অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ।
গোবিন্দগঞ্জ (পুরাতন বন্দর) বারোয়ারী দূর্গা ও কেন্দ্রীয় নাট মন্দিরে আয়োজিত এই প্রার্থনা সভায় সনাতনী সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। সভায় দেশনেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ বেগম জিয়ার বিদেহী আত্মার শান্তি ও তাঁর পরিবারের কল্যাণ কামনায় বিশেষ আরাধনা ও প্রার্থনা পরিচালনা করেন।
অনুষ্ঠানে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক দেবাশীষ কুমার চাকী কাজলের সভাপতিত্বে এবং পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব সুজন মহন্তের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক যোবায়ের হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব গোবিন্দ কুমার দাস, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক জিতু ঘোষ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার প্রমুখ। প্রার্থনা শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.