খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঁশঝাড় থেকে ময়নুল ইসলাম তালুকদার (৪৫) নামের এক কলা ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ পৌরশহরের পশ্চিম পান্তাপাড়া এলাকায় বেলাল তালুকদারের বাঁশঝাড় থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত ময়নুল ইসলাম তালুকদার ওই এলাকার মৃত দানেশ উদ্দিন তালুকদারের ছেলে। তিনি এলাকার একজন কলা ব্যবসায়ী।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, ময়নুল ইসলাম তালুকদার বেশ কিছুদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার (২ জানুয়ারি দুপুর থেকে নিখোঁজ ছিলেন তিনি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সন্ধ্যার পর তার সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে ফেসবুকে পোস্ট করা হয়।
এক পর্যায়ে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে দুই যুবক বাঁশ কাটার সময় একটি অজ্ঞাত মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে মরদেহের পরিচয় সনাক্ত করে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের গাইবান্ধা জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।