তিন মাস আগে শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে গাজায় বিমান হামলা ও সহিংসতায় অন্তত ১০০ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
১৩ জানুয়ারি মঙ্গলবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ-এর মুখপাত্র জেমস এল্ডার জেনেভায় সাংবাদিকদের বলেন, অক্টোবর মাসের প্রথম দিকে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর থেকে গাজায় ১০০ জনের বেশি শিশু নিহত হয়েছে। অর্থাৎ যুদ্ধবিরতির সময় প্রতিদিনই সেখানে একজন ছেলে বা একজন মেয়ে নিহত হয়েছে।
তিনি আরো বলেন, আত্মঘাতী ড্রোন, গোলাবর্ষণসহ বিমান হামলা ও ড্রোন হামলা চালিয়ে শিশুদের হত্যা করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.