খবরবাড়ি ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে গাইবান্ধার পৃথক পাঁচটি আসনের মধ্যে ৩১ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচন আসনে প্রণীত তালিকায় নতুন ভোটার সংযুক্ত হয়েছেন ২৭ হাজার ৯০৫ জন। তারা এবারই প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপজেলা নির্বাচন কার্যালায় সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে মোট ভোটার
ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৮০ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকানুযায়ী ভোটার সংখ্যা হয়েছে ৫ লাখ ৬ হাজার ১৮৫ জন। তবে সর্বসাকুল্যে নতুন ভোটার তালিকায় পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যাই বেশি।
চুড়ান্ত ভোটার তালিকানুযায়ী গাইবান্ধা-৩ আসনে পুরুষ ভোটার ২ লাখ ৪৮ হাজার ৯০১ জন ও নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ২৭৫ জন এবং হিজড়া (তৃতীয় লিঙ্গ) ভোটার রয়েছেন ৯ জন। গত নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে হিজড়া ভোটার বেড়েছে।
পলাশবাড়ী উপজেলায় ১টি পৌরসভা এবং ৮ ইউনিয়ন নিয়ে গত নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ২৩ হাজার ২০৯ জন। ত্রয়োদশ নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৪৯ জন। পলাশবাড়ী উপজেলায় নতুন ভোটার বেড়েছে ১১ হাজার ১৪০ জন।
অপরদিকে; সাদুল্লাপুর উপজেলায় ১১টি ইউনিয়নে গত নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৫৫ হাজার ৭১ জন। এ নির্বাচনে ভোটার সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৭১ হাজার ৮৩৬ জন।
এ উপজেলায় নতুন ভোটার বেড়েছে ১৬ হাজার ৭৬৫ জন। এ আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৬ এবং ভোট কক্ষের সংখ্যা ৯৫৮টি।
Leave a Reply
You must be logged in to post a comment.