খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনব্যপী কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত (ভারপ্রাপ্ত) পররাষ্ট্র সচিব (পিআরএল) মো. রুহুল আলম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশিদ।
কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. সুলতান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রধান অতিথির সহধর্মিণী সামসাদ আরা, উপাধ্যক্ষের সহধর্মিণী তাজনুর আফজা, ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক শিক্ষক পরিষদের সম্পাদক মো. মাসুদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক এবিএম জিলুর রহমান ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রভাষক শারমিন চৌধুরী। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকমন্ডলীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী বলেন, ছাত্র-ছাত্রীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ থাকলে প্রকৃত শিক্ষা লাভ হবে না, তাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনায় জ্ঞান অর্জন করতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, ধৈর্য, আত্মবিশ্বাস ও দলগত চেতনা গড়ে ওঠে।
এরআগে এদিন সকালে মশাল প্রজ্জ্বলন করে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. সুলতান মাহমুদ। অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ২৩টি ইভেন্টে ৭৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.