খবরবাড়ি ডেস্কঃ কনকনে শীতে দুঃস্থ-অসহায় মানুষ যখন কষ্ট পাচ্ছিলেন তখন গাইবান্ধা প্রেস ক্লাব তাদের পাশে দাঁড়াল। রোববার (১১ জানুয়ারি) সকালে গাইবান্ধা প্রেস ক্লাব মিলনায়তনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় গাইবান্ধা প্রেস ক্লাব সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি জোবায়ের আলী, রেজাউন্নবী রাজু, শফিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নির্বাহী সদস্য গোলাম রব্বানী মুসা ও খায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।
কম্বল পেয়ে ছাতার কারিগর জামাল হোসেন বলেন, গাইবান্ধায় এবার শীতের তীব্রতা অনেক বেশী। রাস্তার ধারে বসে কাজ করি। ঠান্ডা হাওয়া আর কুয়াশায় হাত-পা জমে যায়। সাংবাদিকদের এই সহমর্মিতায় তিনি কম্বল গায়ে জড়িয়ে কাজ করতে পারবেন। বিতরণ অনুষ্ঠানে ১শ’ ৩০ জন দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা জানান, প্রতিবছরই দুঃস্থ ও অসহায় মানুষদের পাশে দাঁড়াবার চেষ্টা করে গাইবান্ধা প্রেসকাব। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
Leave a Reply
You must be logged in to post a comment.