খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা টাইমস ও চ্যানেল এস এর গাইবান্ধা জেলা প্রতিনিধি জাভেদ হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা প্রেসকাবের উদ্যোগে রোববার ( ৪ জানুয়ারি) দুপুরে প্রেসকাব মিলনায়তনে দোয়া অনুষ্ঠানে সভাপতি অমিতাভ দাশ হিমুন, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, কোষাধ্য আব্দুল মান্নান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু কায়সার শিপলু, ক্রীড়া সম্পাদক শামসুজ্জোহা, পাঠাগার সম্পাদক মাসুম বিল্লাহ, কার্যনির্বাহী সদস্য গোলাম রব্বানী মুসা, লালচান বিশ্বাস সুমন, শামসুজ্জোহা, জোবায়দুর রহমান জুয়েল, সুমন মিয়া ও খায়রুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন তানভির রহমান, ওয়াসিম রেজা, আব্দুল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন।
মোনাজাত পরিচালনা করেন শহরের পিকে বিশ্বাস রোডস্থ বাইতুর নুর জামে মসজিদের ইমাম শরিফুল ইসলাম।
উল্লেখ্য; গত ৩১ শে ডিসেম্বর বুধবার রাতে ব্যক্তিগত কাজ শেষে বাড়ি ফেরার পথে শহরের নিবারণ মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন তিনি। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।