খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলায় সর্বদলীয় গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পৌরপার্কের শহীদ স্মৃতি স্তম্ভে জুলাই গণভোট ঐক্য প্যানেলের ব্যানারে এ ভোট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এরআগে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে ক্যাম্পেইনের সূচনা করা হয়। এতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, জুলাই গণভোট ঐক্য প্যানেলের আহব্বায়ক সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহব্বায়ক আবুল বাশার, মুখপাত্র কাজল রেখা, সদস্য সচিব শরিফুল ইসলাম আকাশ, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা শাখার উপদেষ্টা মুফতি মানছুর, সভাপতি মুফতি ইউসুফ কাশেমী, জেলা গণ অধিকার পরিষদের সভাপতি শামছুজ্জামান মামুন, জেলা জনতার দলের সভাপতি মঞ্জুরুল হক সাচ্ছা, সদর জামায়াতের আমীর নুরুল ইসলাম মন্ডল, জেলা ছাত্র শিবিরের সভাপতি ফেরদৌস রুম্মানসহ অন্যান্যরা অংশ নেয়।
বক্তারা গণভোটের উদ্দেশ্য, পদ্ধতি ও ভোটদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। গণভোটে অংশগ্রহণের মাধ্যমে জনগণ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে পারে। এ জন্য সবাইকে নির্ভয়ে ও সচেতনভাবে গণভোটে অংশ নেয়ার আহ্বান জানানো হয়। ক্যাম্পইন শেষে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে গণভোটে হ্যা এর পক্ষে লিফলেট বিতরণ করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.