খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলার বধ্যভূমি সংরক্ষণ কমিটির উদ্যোগে গাইবান্ধার প্রধান বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) শহরের ষ্টেডিয়াম সংলগ্ম বধ্যভুমিতে পুস্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ উপলক্ষে এদনি সকালে জেলা সদরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ থেকে এক র্যালী বের করে শহর প্রদক্ষিণ শেষে বধ্যভূমিতে গিয়ে শ্রদ্ধ নিবেদন করে নব নির্বাচিত কমিটির সদস্যরা। এ সময় বধ্যভূমি প্রাঙ্গণে বক্তব্য রাখেন আহ্বায়ক সাংবাদিক গোবিন্দলাল দাস, যুগ্ম আহ্বায়ক শাহানাজ আমিন মুন্নী ও রফিক চৌধুরী, সদস্য সচিব মোস্তফা মনিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিঞা, অ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু, বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের নেওয়াজ, রাজনীতিক আহসানুল হাবীব সাঈদ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, উপাধ্যক্ষ নাসরিন সুলতানা রেখা, প্রণব চৌধুরী খোকন, অ্যাড. আশরাফ আলী, সাংবাদিক আবেদুর রহমান স্বপন, অ্যাড. কাসেম ইয়াসবীর, অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পি, নিশাত পারভীন বর্না, সাংবাদিক সিদ্দিক আলম দয়াল, অধ্যাপক কাজী আবু রাহেন শফিউল্লা খোকন, সাংবাদিক হারুন-অর-রশিদ বাদল, রেজাউল করিম রেজা, রাজনিতিক মোস্তাফিজার রহমান বাবলু, অ্যাড. মোহাম্মদ আলী প্রমুখ।
বক্তারা মুক্তিযুদ্ধের ৫৪ বছরেও গাইবান্ধা জেলার সর্ববৃহৎ এই চিহ্নিত বধ্যভূমিকে কোন স্মৃতিস্তম্ভ স্থাপন না করায় দুঃখ প্রকাশ করেন। তারা অবিলম্বে এই বধ্যভুমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।
Leave a Reply
You must be logged in to post a comment.