খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাইবান্ধার উদ্যোগে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে জেলার সদর উপজেলার চকমামরোজপুর বড় ঘাট এলাকার কাসেমুল উলুম নুরানী মাদরাসা ও এতিমখানার এতিম শিশুদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন। এসময় শীতার্ত এতিম শিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেন পুনাক গাইবান্ধার সভানেত্রী ইসরাত জাহান বীঘি।
এতিমখানার সাধারণ সম্পাদক সরকার মো. শহিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনাক গাইবান্ধার সাধারণ সম্পাদিকা কাজরিমা আক্তারসহ সংগঠনের সদস্যবৃন্দরা। বিতরণে সহযোগিতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম ও গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্স সদস্যরা।
আয়োজকরা জানান, শীতের তীব্রতা একটু বেশি হওয়ায় অসহায় এতিম শিশুদের কিছুটা স্বস্তি দিতে পুনাক এ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। পুনাক সভানেত্রী ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় সদর উপজেলার চকমামরোজপুর বড় ঘাট এলাকার কাসেমুল উলুম নুরানী মাদরাসা ও এতিমখানার এতিম শিশুদের মাকে অর্ধ-শতাধিক শীতবস্ত্র (শোয়েটার) বিতরণ করা হয়। শীতবস্ত্র পেছে এতিমখানার শিশু ও শিক্ষকরা পুনাকের প্রতি কৃতজ্ঞতা জানান।
কাসেমুল উলুম নুরানী মাদরাসা ও এতিমখানার শিশু শিক্ষার্থী জাবেদ মিয়া বলেন, খুব ঠান্ডা বাভাস লাগে, কাপড় পেয়ে খুব উপকার হলো। গরম কাপড় দেওয়ার জন্য পুনাককে অনেক ধন্যবাদ।
পুনাক গাইবান্ধার সভানেত্রী ইসরাত জাহান বীথি বলেন, অসহায় এতিম শিশুদের কথা চিন্তা করেই সামান্য আয়োজন। পুরো শীতেই এ কার্যক্রম অব্যাহত থাকবে।