খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলায় অনুষ্ঠিত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করায় ৫২ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলায় ৫২ জন আসামীর মধ্যে ২৬ জন আসামীকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং অপর ২৬ জনের জামিন না মঞ্জুর করে আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গাইবান্ধা আদালতের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুর রহমান ২৬ জনের রিমান্ড মঞ্জুর ও ২৫ জনের জামিন না মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ৯ জানুয়ারি (শুক্রবার) গাইবান্ধা জেলার তিন উপজেলার ৫১ কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনুষ্ঠিত হয়। এসময় ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারসহ অন্যান্য অসদুপায় অবলম্বনের দায়ে সদর উপজেলার ৩৭ কেন্দ্র থেকে ৩৮ জন, পলাশবাড়ী উপজেলার ৩ কেন্দ্র থেকে ১২ জন ও ফুলছড়ি উপজেলার ২ কেন্দ্র থেকে ২ জনকে আটক করা হয়েছে। এরপর আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এ বিষয়ে গাইবান্ধা কোর্ট ইন্সপেক্টর জামাল উদ্দিন বলেন, এ ঘটনার মামলায় ২৬ জন আসামীকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও নারীসহ ২৬ আসামীর জামিন না মঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.