খবরবাড়ি ডেস্কঃ ‘শিশুর চোখে শিশুর গল্প’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধায় দুইদিনব্যাপী শিশু সাংবাদিকতা কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে সদর উপজেলার নশরতপুরে গণ উন্নয়ন কেন্দ্র (ডিইউকে) মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের সহোযোগিতায় শিশুদের মধ্যে সাংবাদিকতার মৌলিক জ্ঞান ও গণমাধ্যম সচেতনতা তৈরির লক্ষ্যে প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর আয়োজনে এ কর্মশালার শুরু হয়। কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন শিার্থী অংশ নেয়।
গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আব্দুস সালাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম হেদায়েতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার ইশতিয়াক আহমাদ আবীর, দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কেএম রেজাউল হক। এতে বক্তব্য রাখেন দৈনিক সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি জিইউকের সমন্বয়কারী আফতাব হোসেন। সঞ্চালনায় ছিলেন হ্যালোর জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাইবান্ধা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা।
এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সমন্বয়ক মো. মনির হোসাইন।
বক্তারা বলেন, শিশু বয়স থেকেই সাংবাদিকতার নৈতিকতা ও দায়িত্ববোধ সম্পর্কে সচেতন করা গেলে তারা ভবিষ্যতে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে উঠবে।
সেইসাথে এ ধরনের কর্মশালা শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রথম দিন শিশু অধিকার, শিশু আইন, জাতিসংঘ শিশু আইন, শিশুদের মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন ছাড়াও শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, মোবাইল ফোনে সংবাদ ও ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে হাতে কলমে কর্মশালায় প্রশিক্ষণ দেয়া হয়।
আয়োজকরা জানান, দুইদিনব্যাপী এ কর্মশালা শেষে অংশগ্রহণকারী শিশুদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.