খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়ার সময় ২০ বস্তা সরকারি ডিএপি সার জব্দ করেছে কৃষি বিভাগ।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ১০টার দিকে জেলা শহরের কদমতলী এলাকা থেকে একটি অটোভ্যানসহ সারগুলো জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, জেলার সদর উপজেলার তুলসীঘাট বাজার থেকে কামারজানি নিয়ে যাওয়ার পথে কদমতলী এলাকাবাসীর সন্দেহ হয়। এসময় তারা সারবাহী অটোভ্যানটি আটক করে কৃষি অফিসে খবর দেন। খবর পেয়ে সদর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ২০ বস্তা (ড্যাব) রাসায়নিক সারসহ অটোভ্যানটি খোলাহাটি ইউনিয়ন পরিষদে জব্দ করে রাখেন।
গাইবান্ধা সদর উপজেলা কৃষি অফিসার রাকিবুল আলম জানান, অবৈধভাবে নিয়ে যাওয়ার সময় এসব সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.