খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।
সাদুল্লাপুর থানার ওসি আব্দুল আলিম বলেন, শনিবার রাতে উপজেলার কামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এআরএম মাহফুজার রহমান রাশেদকে গ্রেফতার করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতিকে অপারেশন ডেভিলহান্ট ফেজ-২ এর বিশেষ অভিযানের আওতায় তাকে গ্রেফতার করা হয়।
পরিবার জানায়, পুরাণ লক্ষ্মীপুর এলাকায় একটি জানাজা নামাজ শেষে বাড়ি ফেরার পথে নুরপুর আমেরতল এলাকা থেকে পুলিশ রাসেলকে আটক করে।
থানা অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, রাতেই তাকে গাইবান্ধা সদর থানায় পাঠানো হয়েছে।