খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের চিকিৎসার জন্য অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখা কার্যালয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে সংগঠনের উপদেষ্টা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এ চেক বিতরণ করা হয়।
এসময় সংগঠনের চেয়ারম্যান আজাদ মো. আবু রায়হান মন্ডল, সহ-সভাপতি মো. মতিয়ার রহমান, সেক্রেটারী মো. আব্দুর রাজ্জাক মিয়া, ক্যাশিয়ার মো. খায়রুজ্জামান দুদু, যুগ্ম ক্যাশিয়ার মো. হারুনর রশীদ, নির্বাহী সদস্য মো. খায়রুজ্জামান ও সংগঠনের সদস্যবৃন্দসহ চেক গ্রহণকৃত সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; এ সংগঠনের সদস্যদের শিক্ষা, দুঃস্থ-অসহায়দের আর্থিক অনুদান, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্নভাবে সহযোগিতা করা হয়। এরই ধারবাহিকতায় চিকিৎসা ক্ষেত্রে সংগঠনের ২৮ জন সদস্যের মাঝে ১২ হাজার করে ৩ লাখ ৩২ হাজার টাকার চেক প্রদান করা হয়।