খবরবাড়ি ডেস্কঃ ‘তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলেমিশে’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গণভোট-২০২৬ উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসকের আয়োজনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সমন্বয় সভায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা’ সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. জসিম উদ্দিন, সেনাবাহিনীর মেজর শাহারিয়ার রহমান রাহাত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, জেলা তথ্য কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ আবির, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের অপরাপর কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের এই সুযোগ ৫ বছর বা ১০ বছরে আর আসবে না। ভবিষ্যতে বাংলাদেশ কীভাবে চলবে, তা ঠিক করে দেয়ার এই সুযোগ কাজে লাগাতে সবাইকে একসাথে কাজ করতে হবে।
Leave a Reply
You must be logged in to post a comment.