খবরবাড়ি ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে গণসচেতনতা সৃষ্টির জন্য গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাগণের সাথে আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ-এর সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাজ্জাদ হোসেন সোহেল, সহকারি নির্বাচন অফিসার হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আলমগীর হুসেন ছাড়াও অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে কর্মকর্তাদের হাতে লিফলেট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
উল্লেখ্য; জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে উপজেলা জুড়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্য্যে উপজেলার জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তর কর্মকর্তা ও স্থানীয় সর্বসাধারণের মাঝে ব্যাপক প্রচার ও প্রচারণার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন।
Leave a Reply
You must be logged in to post a comment.