খবরবাড়ি ডেস্কঃ
গাইবান্ধা সদর উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত ও পাচারকালে সরকারি ভর্তুকিপ্রাপ্ত ২০০ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। মঙ্গলবার ২৭ জানুয়ারি রাত নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত দামে বিক্রির প্রস্তুতি চলছিল। এমন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ টিম তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে সারগুলো জব্দ করে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাক ড্রাইভার মিন্টু মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
গাইবান্ধা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু জানান, পলাশবাড়ী উপজেলার ডিলার মেসার্স রাম চন্দ্র সাহা মহদীপুর ইউনিয়নের জন্য বরাদ্দকৃত সার তুলশিঘাট সরকারি গোডাউন থেকে উত্তোলন করে নির্ধারিত গন্তব্য মহদীপুর ইউনিয়নে না নিয়ে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরের উদ্দেশ্যে রওনা দেন। উপজেলার খোলাহাটি ইউনিয়নের কদমতলী এলাকায় স্থানীয়দের সন্দেহ হলে সারবাহী মিনি ট্রাকটি আটক করে কৃষি অফিসে খবর দেওয়া হয়।
উপজেলা কৃষি বিভাগ জানায়, কৃষকদের জন্য বরাদ্দ ভর্তুকিপ্রাপ্ত সার কালোবাজারে বিক্রি ঠেকাতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় জড়িতদের বিষয়ে তদন্ত চলছে।
এদিকে সচেতন মহলের দাবি, একজন অর্ধশিক্ষিত গাড়িচালকের পক্ষে কখন সার বৈধ আর কখন অবৈধ তা বোঝা কঠিন। প্রকৃত অপরাধীদের আড়াল না করে দ্রুত মূল হোতাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি নিরপরাধ কেউ যেন শাস্তির শিকার না হয়, সে বিষয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.