খবরবাড়ি ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ ও নির্বাচনকালীন প্রস্তুতি মূল্যায়নের অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি থানা পরিদর্শন করেছেন পুলিশের এডিশনাল ডিআইজি শাহ মমতাজুল ইসলাম।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে পুলিশের রংপুর বিভাগীয় এডিশনাল ডিআইজি (অপারেশনস) শাহ মমতাজুল ইসলাম ফুলছড়ি থানা পরিদর্শনে আসেন। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম। পরিদর্শনকালে এডিশনাল ডিআইজি ফুলছড়ি থানার সার্বিক কার্যক্রম, জনবল ব্যবস্থাপনা, নিরাপত্তা প্রস্তুতি এবং চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি থানার রেজিস্টার, মামলা সংক্রান্ত নথি, ডিউটি ব্যবস্থা ও টহল কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন কালে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশনা দেন। নির্বাচনের আগে ও চলাকালীন সময়ে পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সম্পূর্ণ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
এডিশনাল ডিআইজি আরো বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সর্বদা সজাগ ও সক্রিয় থাকতে হবে।
পরিদর্শনকালে ফুলছড়ি থানা অফিসার ইনচার্জ দুরুল হোদা ছাড়াও থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নির্বাচনকালীন প্রস্তুতি ও চলমান কার্যক্রম সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।
Leave a Reply
You must be logged in to post a comment.