খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কাশিয়াবাড়ী বাজার সংলগ্ন জায়গায় বসবাসকারী অসহায় বৃদ্ধা মা কয়েত বানু ও তার ছেলের পাশে খাবার ও শীতবস্ত্র নিয়ে দাঁড়ালেন ইউএনও।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে অসহায় বৃদ্ধা মা ও ছেলের খোঁজখবর নেন এবং খাবার ও শীতবস্ত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
তিনি অসহায় বৃদ্ধা মা ও ছেলেকে উপজেলা প্রশাসনের পক্ষহতে আগামীতে এ সহযোগীতা অব্যহত রাখবেন বলে জানান। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিরাসহ স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply
You must be logged in to post a comment.