খবরবাড়ি ডেস্কঃ অসহায় বিচারপ্রার্থী ও দারিদ্রপ্রীড়িত জনসাধারণের মাঝে গাইবান্ধা বিচার বিভাগের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচি এবং প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র গাইবান্ধা জোনের সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে এসব শীতবস্ত্র করেন গাইবান্ধা সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকার।
সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও অন্যান্য বিচারকগণ, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ।
এছাড়াও প্রশিকা গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক আনন্দ মোহন, গাইবান্ধা এরিয়া ম্যানেজার মো. রিপন খান, পলাশবাড়ী এরিয়া ম্যানেজার মো. সিদ্দিকুল আলম মৃধা, ফুলছড়ি এরিয়া ম্যানেজার মো. নুরুল হুদা সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৭৬ সাল থেকে সামাজিক সুরক্ষা সেবা কার্যক্রমসহ আর্থিক প্রবৃদ্ধি কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় সোমবার অসহায় বিচারপ্রার্থী এবং দারিদ্রপীড়িত জনসাধারণের মাঝে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.