খবরবাড়ি ডেস্কঃ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস জালিয়াতি ও নানা অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবীতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজ।
সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক সমাজের আয়োজনে গাইবান্ধা প্রেস কাবের সামনে কাচারী বাজার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক সমন্বয়ক আবুল বাশার, শিক্ষক তাজুল ইসলাম তমাল, আব্দুল মন্তাকিম, শিক্ষার্থী সাব্বির আহম্মেদ মুকুট, মোকাব্বির, সাগর ইসলাম, মেহেদী হাসান ও আশা খাতুনসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় গাইবান্ধাসহ সারাদেশে ডিভাইস জালিয়াতি, নানা অনিয়ম ও প্রশ্ন ফাঁসের অভিযোগ রয়েছে। এসব অভিযোগে যারা পরীক্ষা দিয়েছেন তাদের কাছে মেধাবীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবিলম্বে এই বিতর্কিত পরীক্ষা বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ পদ্ধতিতে পুনরায় পরীক্ষা গ্রহণ করা জরুরী। সেইসাথে এসব অনিয়ম ও জালিয়াতির সাথে যারা জড়িত তাদের চিহিৃত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবী বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য; গত ৯ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দেশের (পার্বত্য অঞ্চলের তিন জেলা বাদে) ৬১ জেলায় একযোগে প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে গাইবান্ধা জেলায় ইলেট্রনিক ডিভাইসসহ নানা অনিয়ম ও জালিয়াতির অভিযোগে ৫২ জনকে আটক করে পুলিশ। এ জেলার ৭ উপজেলার ৪শ’টির বেশী শূন্য পদের বিপরীতে ২৭ হাজার ৬৮৮ পরীক্ষার্থী অংশ নেয়ার কথা থাকলেও ২২ হাজার ১৫৭ জন উপস্থিত এবং অনুপস্থিত ছিল ৫ হাজার ৫৩১ জন।
Leave a Reply
You must be logged in to post a comment.