খবরবাড়ি ডেস্কঃ সারাদেশের ন্যায় ৮ দফা দাবীতে পরীক্ষা বর্জন করে রাস্তার গাছ ফেলে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় গাইবান্ধা-সাঘাটা আঞ্চলিক সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দু’ঘন্টা অবরোধের কারণে সড়কের দু’পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়। অবরোধ চলাকালীন সময়ে নানা শ্লোগান দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, নয় মাস আগে ৮ দফা দাবী নিয়ে আন্দোলন শুরু করি। তখন কৃষি উপদেষ্টা দাবীগুলো বাস্তবায়নে আশ্বাস দিলেও এখন পর্যন্ত তার কোনো বাস্তবায়ন হয়নি।
দাবীগুলো বাস্তবায়ন না হওয়ায় আমরা পরীক্ষা বাদ দিয়ে আন্দোলনে নেমেছি। দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আন্দোলন চলাকালীন পরীক্ষা ও কাস বর্জন কর্মসূচি চলবে।
শিক্ষার্থীরা আরো বলেন, ‘ডিপ্লোমা কৃষিবিদদের স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ, উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির গেজেট, কৃষি ডিপ্লোমা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূরীকরণ করাসহ ৮ দফা দাবী আদায়ে আমাদের এই আন্দোলন চলছে। শেষে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয়া হয়।
Leave a Reply
You must be logged in to post a comment.